নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে নতুন কাটা পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু মারা গেছে। বুধবার (১৮) জুন ৪ টার দিকে বেদভিটা গ্রামে তাঁদের বাড়ির পাশে নতুন কাটা পুকুরে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু দুটি বেদভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়া (১৩) ও আল-আমীনের মেয়ে মিম (৯)। তারা দুজনেই শম্ভুডঙ্গা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার রানি বেগম জানান, আফিয়া মায়ের কাছে হাসের মাংস খেতে চাওয়ায় মা মামা বাড়ি হাস আনতে যায়। এসময় আফিয়া ও মিম বাড়িতে না জানিয়ে তারা দুজনে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।
অনেক সময় না দেখতে পেয়ে বাড়ির সবাই খুজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে স্থানীয়রা নতুন কাটা পুকুরে গিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, শিশু দুটির মৃত্যুর বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।পরবর্তী আইনগত বাবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা