প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ১১:০৮ এ.এম
মহেশপুর সীমান্তে বিজিবির তৎপরতা: মাদক উদ্ধার ও নারী-শিশুসহ ১২ জন আটক

মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ ১২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, ১৬ ও ১৭ জুন তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির আওতায় পৃথক অভিযান চালানো হয়।
এসব অভিযানে উদ্ধার করা হয় ১২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯৬টি যৌন উত্তেজক ট্যাবলেট। পাশাপাশি সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয় ৮ নারী, ১ শিশু ও ৩ পুরুষকে। মাদকবিরোধী অভিযান ১৭ জুন ভোররাতে নিমতলা বিওপির আওতায় হালদারপাড়া গ্রামে একটি আমবাগানে অভিযান চালিয়ে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মো. মোস্তাফিজুর রহমান। এর আগের দিন, ১৬ জুন সন্ধ্যায় নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি আমবাগান থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে হাবিলদার মো. রমজান আলীর নেতৃত্বাধীন টহল দল। এছাড়া একই রাতে শ্যামকুড় বিওপি এলাকায় বাঁশবাগানে অভিযান চালিয়ে ৩৯৬টি ভারতীয় ‘ভায়াগ্রা’ ট্যাবলেট উদ্ধার করা হয়, যার নেতৃত্বে ছিলেন নায়েব সুবেদার মো. ইকবাল তালুকদার। আটক নারী, শিশু ও পুরুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১৬ ও ১৭ জুন দুই দিনে মোট ১২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
১৭ জুন বেলা ১১টা ২০ মিনিটে বেনীপুর বিওপির নিয়মিত টহল দল সীমান্তের কাঁচা রাস্তা থেকে ৩ জন নারীকে আটক করে। আগের দিন, ১৬ জুন বিকেল ৪টা ২০ মিনিটে একই এলাকায় আরও ২ নারীকে আটক করা হয়। রাত ৮টা ৪০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির আওতায় মাঠের ভেতর থেকে ৩ নারী ও ১ শিশুকে আটক করা হয়। এছাড়া বিকেল ৪টা ৫০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপি এলাকার কাঞ্চনপুর মাঠে অভিযান চালিয়ে ১ নারী ও ১ পুরুষকে আটক করা হয়। আটক পুরুষের নাম সম্রাট হীরা (২৮), পিতা খোকন হীরা, বাড়ি মুকসুদপুর, গোপালগঞ্জ।
বিজিবির বক্তব্য মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তিনি বলেন, “মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।” সীমান্ত নিরাপত্তা জোরদার স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তে নারী ও শিশুদের অনুপ্রবেশের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে দালালচক্রের প্রলোভনে পড়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে। সীমান্তবর্তী এলাকায় সচেতনতা ও নজরদারি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা