ঝালকাঠির জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পিপি আবদুল মান্নান রসুল সহ আওয়ামীপন্থী ১৬জন আইনজীবীর সদস্য পদ বাতিল করেছে বর্তমান কার্যনির্বাহী কমিটি। রোববার স্থানীয় সাংবাদিকদের হাতে আসে আইনজীবীদের সদস্য পদ বাতিল চিঠিটি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান স্বাক্ষরিত ১৬ জন সদস্যকে আলাদা আলাদা চিঠি দেওয়া হয়। শনিবার জেলা আইনজীবী সমিতির প্যাডে স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয় 'গত ২২ এপ্রিল কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আপনার অত্র সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে।
বিষয়টি আপনাকে অবগত করা হলো। তবে কি কারনে তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে তার কোন নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি চিঠিতে। বাতিলকৃতরা হলেন,সাবেক সভাপতি ও পিপি আবদুল মান্নান রসুল,মোঃ মন্জুর হোসেন,শ্রী তপন কুমার রায় চৌধুরী,এম আলম খান কামাল,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির,মোঃ মাহাবুবুর রহমান তালুকদার,জি. কে. মোস্তাফিজুর রহমান,আঃ সঃ মঃ মোস্তাফিজুর রহমান (মনু),শ্রী সঞ্জয় কুমার মিত্র,মোঃ আনোয়ার হোসেন হাওলাদার,মোঃ মোর্শেদ কামাল তালুকদার,শ্রী কার্তিক চন্দ্র দত্ত,সৈয়দ মোঃ জাহাঙ্গীর শামীম,তানজিলা হক,মোঃ আবুল বাশার,এস. এম. রুহুল আমীন রিজভী।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাসিমুল হাসান বলেন, ৫ আগস্ট এর পরে যারা কোটে প্র্যাকটিস করে না, আইনজীবী সমিতির নির্বাচন বন্ডুল করেছে, সিনিয়র আইনজীবীদের লাঞ্ছিত করেছে এসব বিষয়ে নিয়ে পাঁচ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এই ১৬ জনের সদস্য পদ বাতিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা