পটুয়াখালীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে জেলায় মোট ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালগুলো ভর্তি রয়েছে। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, মির্জাগঞ্জে ২২ জন, দশমিনায় ৩ জন এবং কলাপাড়া উপজেলা হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। পটুয়াখালী সির্ভিল সার্জন দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় মোট ১৮ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, মির্জাগঞ্জে ৬ জন, দশমিনায় ৩ জন এবং কলাপাড়ায় ২ জন ভর্তি আছে।
এছাড়া ১ জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত ৪০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ৩৬২ জন। বর্তমানে সর্বমোট ৪২ জন ডেঙ্গু রোগী জেলা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। পটুয়াখালী সদর উপজেলার বড় আউলিয়াপুরের নজরুল ইসলাম বলেন, ‘চিকিৎসা ভালো হচ্ছে। তবে, ওষুধপত্র সব বাইরে থেকে কিনতে হয়। হাসপাতাল থেকে শুধু খাবার স্যালাইন আর প্যারাসিটামল ট্যাবলেট দেয়’। দুমকীর পাঙ্গাশিয়া এলাকার রমেশ চন্দ্র শীল বলেন, ‘সোমবার সকালে ভর্তি হয়েছি।
আগের চেয়ে এখন একটু সুস্থ এবং এখানের চিকিৎসা ব্যবস্থা খারাপ না’। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, পটুয়াখালীতে ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। গত ২৪ ঘন্টায় মেডিকেল হাসপাতালে ৭ জনসহ মোট ১৫ জন রোগী এখানে ভর্তি রয়েছে। যারা ভর্তি হচ্ছে তারা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তবে, ডেঙ্গুরোধে জনসাধারণকে সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে হবে
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা