প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ৮:৪৭ এ.এম
শৈলকূপায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাংচুর

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটু ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
আজ রবিবার রাত ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাতে মোটরসাইকেলের বহর নিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র সহ দুর্বৃত্তরা শৈলকূপা পৌর এলাকার কবিরপুরে বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটুর বাড়িতে হামলা চালায়। মনিরুল ইসলাম হিটু কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থক।
আরও পড়ুনঃ https://bengalnewstv.com/?p=1884&preview=true
পরে মোটরসাইকেলের বহর নিয়ে দুর্বৃত্তরা একই উপজেলার হাকিমপু্র ইউনিয়নের খালকুলা গ্রামে ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর বাড়িতে হামলা চালায়। এসময় সিসি ক্যামেরা, বসতবাড়ির জানালা, দরজা ও আসবাবপত্র ভাংচুর করে হামলাকারীরা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা