ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার মামলায় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ জুন শুক্রবার রাতে সাভার পৌরসভার থানা রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।গ্রেপ্তার হওয়া আবুল কালাম ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী সাদকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম মিন্টু । তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা