প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৫, ১০:১৬ এ.এম
দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেলস্টেশনে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর রেল স্টেশনে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে যাত্রীদের ট্রেনের টিকেট নিয়ে কোন হয়রানি কালোবাজারি খপ্পরে কেউ পড়েছে কিনা খোঁজখবর নেন। দিনাজপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানজীদ আহমেদ,এবং ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদ আলম, এর নেতৃত্বে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ সময় ক্যাপ্টেন তানজিত আহমেদ জানান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জনগণের স্বার্থ শান্তি রক্ষায় যেকোনো সময় সেনাবাহিনী পাশে থাকবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা