ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টানা দশ দিনের ছুটির শেষে কর্মজীবী মানুষ ফিরতে শুরু করেছেন গাজীপুরে।
শুক্রবার(১৩জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কর চন্দ্রা ত্রিমোর এলাকায় এমনই চিত্র দেখা যায়। জানা গেছে, এবার ঈদুল আজহায় টানা দশ দিনের ছুটি পাই সরকারি বেসরকারি কর্মজীবী মানুষ। আগামী রোববার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শেষ।
ফলে সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও গণপরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের। ফলে ট্রাক, পিকআপ,মোটরসাইকেল যুগেই যে যেভাবে পারছেন ফিরছেন তারা। তবে গাজীপুরে ছোট ছোট অনেক শিল্প কারখানা শনিবার খোলা থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজ সকাল থেকেই যাত্রীর চাপ রয়েছে ব্যাপক।
এদিকে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। নাওজোড় (কোনাবাড়ি) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগা তুল আলম জানান, রবিবার থেকে সকল অফিস আদালত খোলা থাকায়। মহাসড়কে এ দুদিন যাত্রীর চাপ থাকবে।
তবে ফিরতি যাত্রীদের সেবা দিতে মহাসড়কে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। মহাসড়কে পুলিশ সদস্যরা নেই কেন জানতে চাইলে তিনি জানান আটটায় থেকে ডিউটি,দেখি আমি বের হচ্ছি।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা