মাদারীপুরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচগানকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
গতকাল ১২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নাচগান চলছিল। সেখানে স্থানীয় ইউপি সদস্য সাগর বেপারীর (সাগর মেম্বার) গ্রুপ ও হাকিম কাজীর গ্রুপের কিশোররা অংশ নেয়। ওই সময় উপস্থিত মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর পরদিন বিকালে উত্তর খাগছড়া নতুন বাজারে দুই পক্ষের মধ্যে সালিশ বসে। সালিশ চলাকালে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়েন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে চলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ ও অন্তত ১৫টি দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।আহতদের মধ্যে রয়েছেন, সুচিয়া ভাঙ্গা গ্রামের আলামিন সন্ন্যামাত, জামাল ঢালী, অলিল ঢালী, শাহ আলম সন্ন্যামাত এবং উত্তর খাগছাড়া গ্রামের রেজাউল চৌকিদার, কাওসার তালুকদার, কামাল হোসেন, সাব্বির শিকদার, শুভ কাজী, রোমান কাজী, আরিফ কাজী ও ইব্রাহিম কাজীসহ অন্তত ১৫ জন।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা