মোঃ নুরুল হুদা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস জেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে তাঁর শুভেচ্ছা বার্তা ছিল শুধু আনুষ্ঠানিক নয়, ছিল মানবিকতা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধের এক ব্যতিক্রমী আহ্বান।
তিনি বলেন,
“ঈদ মানেই আত্মিক পবিত্রতা, অন্যের জন্য ভালোবাসা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা।"
এসময় তিনি সবাইকে উৎসবের আনন্দ ভাগ করে নিতে, কোরবানির বর্জ্য যথাযথ স্থানে ফেলতে এবং যাতায়াতে শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখতে অনুরোধ জানান।
"পরিচ্ছন্ন শহর মানেই নিরাপদ ঈদ। আসুন, আমরা নিজ দায়িত্বে পরিবেশকে রক্ষা করি।"
গাড়িচালক ও শ্রমিক ভাইদের বলব — যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নয়, বরং ঈদের আনন্দ ভাগাভাগি করুন।"
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির বর্জ্য অপসারণ, হাট ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা ও যাত্রীসেবা নিশ্চিত করতে নিয়োজিত থাকবে বিশেষ টিম।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস নেত্রকোনাবাসীর সুখ, শান্তি ও আনন্দময় ঈদের কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা