প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৫, ১০:৩৩ এ.এম
ময়মনসিংহ বাইপাস ও চায়না মোড়ে ঘরমুখো মানুষের ভীড়, পথে পথে যাত্রীদের হয়রানি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়ে গভীর রাতেও ময়মনসিংহ বাইপাসে ও চায়না মোড়ে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্রোত বইছে। পথে পথে সীমাহীন ভোগান্তি আর অতিরিক্ত ভাড়া আদায়ে হয়রানির শিকার হয়ে ক্লান্ত শরীরে নিজ গন্তব্যে ছুটতে দেখা গেছে নারী-পুরুষ ও শিশু থেকে শুরু করে সব শ্রেণি পেশার মানুষকে।
৫ জুন দিবাগত রাত ১টায় ময়মনসিংহ নগরীর মাসকান্দা ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ও চায়না মোড়ে দেখে গেছে এমন দৃশ্য।এসময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোড়ে মোড়ে টহলরত অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিত। এর মধ্যে রয়েছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএনের সদস্যরা।
ঘরমুখো যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রায় অসহনীয় যানজট ও অতিরিক্ত ভাড়া আদায় মানুষের আনন্দ ম্লান করে দিয়েছে। ঢাকার মহাখালী ও গাজীপুর চৌরাস্তা থেকে ছেড়ে আসা বাসসহ অন্য যানবাহনের ময়মনসিংহ পৌঁছতে সময় লেগেছে ১০ থেকে ১১ ঘণ্টা। এতে গলদঘর্ম অবস্থার সৃষ্টি হয়েছে যাত্রীদের।
এসময় কথা হয় ভাওয়াল মির্জাপুর কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোস্তাকিমের সঙ্গে। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নে। ঈদে বাড়ি যেতে গাজীপুর চৌরাস্তা থেকে ৫শ টাকা ভাড়ায় দুপুর ২টায় রওনা হন ময়মনসিংহের উদ্দেশে। কিন্তু ময়মনসিংহ বাইপাস আসতে পেরেছেন রাত ১টায়। এতে তার সময় লেগেছে ১১ ঘণ্টা।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা