ফাইল ছবিঃ
পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকায় মো. মোরশেদ (৪০) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই অভিযুক্ত মো. জসিম গাঢাকা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার ৫ জুন দুপুরে রাহাত্তারপুল মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরশেদ নগরের পশ্চিম বাকলিয়ার কে বি আমান আলী রোডের বাসিন্দা।
পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মোরশেদ ও জসিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে কথা–কাটাকাটির একপর্যায়ে জসিম ছুরি দিয়ে মোরশেদকে আঘাত করেন। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা